শিরোনাম
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজ

দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়

নিজস্ব প্রতিবেদক

একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে এদেশের মানুষ। এক্ষেত্রে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ কথা বলেন। সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে ‘অভ্যন্তরীণ রাজনীতিতে বৈদেশিক হস্তক্ষেপ বন্ধসহ জ্বালাও পোড়াও রাজনীতির প্রতিবাদে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, কর্মজীবী নারী সংগঠনের নেতারা এতে অংশ নেন। বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে যে সব বহিঃশক্তি বিরোধিতা করেছিল, তারাই এখন বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছে। ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সমৃদ্ধ হয়েছে বলেই বৈশ্বিক মোড়লরা বাংলাদেশকে কুদৃষ্টিতে দেখছে এবং চাপ প্রয়োগ করছে। সম্মিলিত নাগরিক সমাজের সহসভাপতি ও আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদের সঞ্চলনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, বাংলাদেশ উন্নয়ন পরিষদের পরিচালক ড. নিলুফার বানু, মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খান, বিশিষ্ট সাংবাদিক কাশেম হুমায়ুন, সাবেক অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য এনডিসি, ড. উম্মে হাসান জলমল, নাট্যব্যক্তিত্ব ম হামিদ প্রমুখ।

সর্বশেষ খবর