শিরোনাম
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফ্লয়েড হত্যায় সাজাপ্রাপ্ত সেই পুলিশ কর্মকর্তা কারাগারে ছুরিকাহত

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাড়ে তিন বছরের কারাদন্ড পাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন কারাগারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলে দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।

কারাগারে ৪৭ বছর বয়সী শভিনকে আরেক কারাবন্দি ছুরিকাঘাত করেন বলে নাম প্রকাশ না করে দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। বলেছে, ওই কারাবন্দি ছুরি হাতে শভিনকে আক্রমণ করেন। ২০২০ সালের মে মাসে মিনিয়াপলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড খুন বিশ্বব্যাপী বিক্ষোভের আগুন উসকে দিয়েছিল। খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠা যুক্তরাষ্ট্রকে। ফ্লয়েড হত্যা মামলায় ন্যায়বিচারের জন্য অধীর আগ্রহে দিনের পর দিন অপেক্ষা করেছে মানুষ।

ফ্লয়েডের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সিগারেট কিনতে দোকানে ২০ ডলারের একটি জাল নোট ব্যবহার করেছিলেন। যে কারণে দোকানদার পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লয়েডকে গ্রেফতারের সময় শভিন হাঁটু গেড়ে ফ্লয়েডের ঘাড়ে চেপে বসে ছিলেন। সে সময় ফ্লয়েড বারবারই ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও শভিনের মন গলাতে পারেননি। সেখানেই দম আটকে মারা যান ফ্লয়েড। ওই ঘটনার ৯ মিনিটের একটি ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তোলে। ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শেতাঙ্গ পুলিশের অতিরিক্ত শক্তির ব্যবহারের বিরুদ্ধে শুরু হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যা যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল। হত্যাকান্ডের মাসখানেক পর ফ্লয়েডের পরিবার নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।

সর্বশেষ খবর