রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের ভাগাভাগি ইতোমধ্যেই হয়ে গেছে : মঈন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রশ্ন রেখে বলেছেন, ৭ জানুয়ারি কীসের নির্বাচন হবে। এ নির্বাচন তো ৩০ নভেম্বর ভোট ভাগাভাগি করা হয়ে গেছে। সেই নির্বাচনের ফলাফলও সরকারের হেডকোয়ার্টারে নির্ধারণ হয়ে গেছে। তিনি বলেন, অসহযোগ আন্দোলনের প্রথম দফা হলো, এ নির্বাচন বর্জন করুন। শুধু নির্বাচন নয়, এ সরকারকেও বর্জন করুন। এ সরকারকে অপসারণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘অন্য সরকার’ প্রতিষ্ঠা করব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এ আলোচনা সভার আয়োজন করে।

 আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, সাংবাদিক নেতা আবদুল আজিজ প্রমুখ। এ ছাড়া গতকাল সকালে তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় ড. আবদুল মঈন খান বলেন, ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে সরানো হবে।

সর্বশেষ খবর