শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাল ভোটের প্রমাণে সংশ্লিষ্ট অফিসাররা চাকরিচ্যুত হবেন

-------- ইসি আহসান হাবিব

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং, পোলিং ও সহকারী প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। তারপর চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে।

গতকাল পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘এখন ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন না বলে, আমার ভোট আগেই দেওয়া হয়েছে।’ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেবেন।  কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।’ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ্, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান। এ ছাড়াও অনুষ্ঠানে পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর