শিরোনাম
মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পটিয়ায় সামশুর পক্ষে কাজ করায় দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী বিতর্কিত সামশুল হক চৌধুরীর পক্ষে কাজ করার অভিযোগে পটিয়া থানার দুই পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন পটিয়া থানার এসআই সনজয় ঘোষ ও এএসআই জিয়াউল হক জিয়া। গতকাল তাদের পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। দুই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

জানা যায, ২৯ ডিসেম্বর এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার বরাবর পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোলাইমান, এসআই সনজয় ঘোষ, মো. আসাদুর রহমান, রতনকান্তি দে, আকরাম হোসেন সুমন, শিমুল চন্দ্র দাস, জিয়াউদ্দিন, এএসআই মো. ফয়েজ আহমদ, এএসআই অনুপ কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে সামশুল হক চৌধুরীর পক্ষ নিয়ে নৌকার সমর্থকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ওঠে।পটিয়া আসনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আ ক ম শামসুজ্জামান চৌধুরী জানান, দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কারণে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী নিজেই ওসি (তদন্ত)সহ নয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই ও এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পটিয়া থেকে ওসি (তদন্ত) মো. সোলাইমানসহ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের দ্রুত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

 

 

সর্বশেষ খবর