বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কৃষিতে সহযোগিতা করতে চায় জার্মানি : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ বলেছেন, জার্মানি উন্নত দেশ, কৃষিতে তারা অনেক উন্নত। তারা আমাদের সহযোগিতা করতে চান। তবে আমরা যেকোনো প্রকল্প নেই না কেন উৎপাদনের বিষয় থাকলে মানের দিক থেকে আপস করব না। দুর্নীতির বিষয়ে আমাদের জিরো টলারেন্স। গতকাল সচিবালয়ে কৃষিমন্ত্রীর দফতরে জার্মানির রাষ্ট্রদূত অসীম ট্রোস্টার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী আবদুস শহীদ বলেন, পূর্বাঞ্চলে আমরা একটি ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচার প্ল্যান্ট করতে চাচ্ছি। এ জন্য আমাদের কৃষি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখবেন সেটি কতটুকু সহায়ক হবে। সেক্ষেত্রে আমরা টেকনিক্যাল স্টাডিগুলো করব। এরপর ফলাফল যদি আমাদের পক্ষে আসে তাহলে সে প্রকল্প এগিয়ে নেব।

বিদেশ থেকে আমরা যে সহযোগিতা পাব সেটা যাচাইবাছাই করে আমাদের কাজে কতটুকু ব্যবহার করা যাবে তা বের করব।

সর্বশেষ খবর