শিরোনাম
শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

এলাকাভিত্তিক ভিন্ন সময়ে স্কুল ছুটির কথা ভাবছে সরকার : এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেছেন, সরকার এলাকাভিত্তিক ভিন্ন সময়ে স্কুলের ছুটির বিষয়ে ভাবছে। এখন যেমন একই সময়ে সারা দেশে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয় সেটা পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে।

গতকাল রাজধানীর গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত জেন্ডার রেসপন্সিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস (জিআরএসসিএসআই) প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান। স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল। সভার মূল উদ্দেশ্য ছিল স্কুল এবং কমিউনিটিতে জেন্ডার রেসপন্সিভ ও দুর্যোগ সহনশীল নিরাপদ পরিবেশ গড়ার লক্ষ্যে সেরা উদাহরণ, চর্চা, চ্যালেঞ্জ এবং প্রত্যাশার প্রশমন ঘটানো। অনুষ্ঠানে আলোচকরা তাদের সামগ্রিক অগ্রগতির জন্য মেয়েদের ও কিশোরীদের পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করার জন্য উৎসাহজনক এবং পথপ্রদর্শকমূলক বক্তৃতা প্রদান করেন।

সর্বশেষ খবর