মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম কমল ভরিতে ১১৫৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ধারাবাহিকভাবে কমছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম কমেছে ৭৯৩ থেকে ১১৫৫ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে গতকাল থেকেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এই ধাতু। বাজুসের মূল্য তালিকায় সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। এক্ষেত্রে দাম কমেছে ১১৫৫ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা। প্রতি ভরিতে এই সোনার দাম কমেছে ১০৯৬ টাকা। একইভাবে ভরিতে ৯৪৫ টাকা কমে ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ৯১ হাজার ২০১ টাকা। তবে সনাতন পদ্ধতিতে ভরিতে সোনার দাম কমেছে ৭৯৩ টাকা। বর্তমান দাম ৭৫ হাজার ৮৩৯ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

সর্বশেষ খবর