শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

সেলিম প্রধানের বাড়িতে হামলা ও গুলি, আহত ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ায় জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও গুলি ছোড়া হয়েছে। এতে অন্তত ছয় নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। সেই সঙ্গে সেলিম প্রধানের ব্যবসায়িক প্রতিষ্ঠান (জাপান-বাংলাদেশ আড়ত) দখল করে ব্যবসায়ীদের মারধর করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম প্রধান বলেন, শতাধিক লোক দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বাড়ির লোকজনকে মারধর করে আহত করেছে। তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। তারা ঘোষণা দিয়ে আমাকে মেরে ফেলার জন্য এ হামলা করেছে। আমার স্ত্রী ও সন্তানরা রাশিয়ার নাগরিক। আমি এ ঘটনায় রাশিয়ান অ্যাম্বাসিতে অভিযোগ করব। এ অবস্থায় আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি বলেন, আমাকে ও আমার পরিবারকে ওরা খুন করতে চায়। তাই এভাবে বারবার হামলা করেছে। ৩০ রাউন্ডের অধিক গুলি ছুড়েছে। গুলির খোসা অনেক স্থানে পড়ে আছে। এ ঘটনার ভিডিও আমার কাছে আছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, একটি আড়তের ব্যবসাকে কেন্দ্র করে সকালে হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ খবর