সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

শিল্পকলায় একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’

সাংস্কৃতিক প্রতিবেদক

কথা না বলেও শুধু অঙ্গভঙ্গি আর অভিব্যক্তি দিয়ে শারীরিক ভাষায় সমাজের অসঙ্গতি ফুটিয়ে তুলে শিল্পের ভুবনে রং ছড়িয়েছেন শিল্পী নিথর মাহবুব। শিল্পের সুষমায় জীবনের নানা ঘাত-প্রতিঘাত, সফলতা-ব্যর্থতা ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে শিল্পরসিকদের জাগ্রতের পাশাপাশি বিনোদন দিয়ে চলেছেন নিভৃতচারী এ শিল্পী। মাইম আর্টের প্রযোজনায় গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হয় ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের এ একক মূকাভিনয়।
‘বাংলাদেশ’, ‘ইভটিজিং’, ‘অনুশোচনা’, ‘ওভার কনফিডেন্স’, ‘বোকার সার্কাস’, ‘আত্মঘাত’, ‘নারী নির্যাতন’সহ বিভিন্ন বিষয়ের ওপর রচিত কয়েকটি খ- মূকনাটক দিয়ে সাজানো ছিল এ প্রদর্শনীটি।
নিথর মাহবুব বলেন, ‘ঈদের আনন্দ শেষ হওয়ার পর আমার একক মূকাভিনয়ের মাধ্যমে দর্শক আবারও আনন্দে ফিরবে বলে আশা করছি।’

সর্বশেষ খবর