বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অর্থ পাচার মামলা

অভিযোগ গঠন বাতিল চেয়ে ড. ইউনূসসহ ১৪ জনের আবেদনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছেন হাই কোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, এ মামলায় আজ (গতকাল) ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আগামীকাল (আজ) শুনানি করতে চান।

এরপর বুধবার বেলা ১১টায় শুনানির জন্য রেখেছেন।

এ মামলায় ১২ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। আগামী ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। এর আগে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ৩০ মে মামলা করে দুদক।

এ মামলায় অভিযুক্ত বাকি ১৩ জন হলেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দফতর সম্পাদক মো. কামরুল হাসান।

সর্বশেষ খবর