সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফেসবুক সম্পর্কিত নিউটনের অপ্রকাশিত ৫ সূত্র

ফেসবুক সম্পর্কিত নিউটনের অপ্রকাশিত ৫ সূত্র

১. প্রত্যেক রিয়েল আইডির একাধিক মাল্টি/ ফেকআইডি আছে।

২.  ফেসবুকের ফ্যান পেজগুলোয় কোনো  জোকস সৃষ্টি বা ধ্বংস হয় না। একই  জোকস কেবল এক পেজ থেকে অন্য  পেজে কপি-পেস্ট হয় মাত্র।

৩. একজন ছাত্রের ফেসবুকে ব্যয়িত সময় যত বেশি, পরীক্ষার নম্বর তত কম হয়।

৪. ছেলেদের স্ট্যাটাসে পড়া লাইক ও কমেন্ট, মেয়েদের স্ট্যাটাসে পড়া লাইক ও কমেন্টের তুলনায় অতি নগণ্য।

৫. কোনো মেয়ের ছবিতে ছেলেদের ‘তেল মারা’ কমেন্ট অবশ্যই থাকবে। ছবি যত সুন্দর হবে তেলের পরিমাণ তত বাড়বে।

 

— অর্পণ দাশগুপ্ত

(স্নাতক)- কৃষি অনুষদ,

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর