সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রাফিক সিগন্যালে বিকল্প বাতি

সুমন

ট্রাফিক সিগন্যালে বিকল্প বাতি

♦  ট্রাফিক সিগন্যালের বাতিগুলো একটু দামি হয় বিধায় কর্তৃপক্ষ সেগুলো নষ্ট হয়ে গেলে আর লাগাতে চায় না। তাই দামি বাতির পরিবর্তে ৭০% ডিসকাউন্টের এনার্জি বাল্বগুলো লাগানোর ব্যবস্থা করতে পারে।

 

♦  বাতির জায়গায় পুরনো অব্যবহূত কুপি বা হারিক্যান ঝুলিয়ে রাখা যায়। এটা যেমন দেখতে স্টাইলিশ লাগবে তেমনি আবার আলোও পাওয়া যাবে এর কাছ থেকে।

 

♦  টিভিতে অ্যাড দেখায় চুইংগাম খেলে নাকি দাঁত পরিষ্কার হওয়ার পাশাপাশি দাঁত থেকে ঝলমলে আলোও বের হয়। তো আমরা যদি এমন চুইংগাম খাইয়ে গুটিকয়েক মানুষকে প্রতিটা সিগন্যালে দাঁড় করিয়ে দিতে পারি তাহলে আলো নিয়ে আর কিসের চিন্তা!

সর্বশেষ খবর