সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কথা রাখা, না রাখা

তানভীর আহমেদ

কথা রাখা, না রাখা

কথা দেওয়াটা বড় বিষয় না। আজকাল কথা দিয়ে কথা রাখাটাই কঠিন। দিন এখন এমন চলছে, কথা দিয়ে কী কথা দিয়েছিল— সেটাই ভুলে যায় সবাই। অনেকেই কারণ দর্শায়, ‘মনে ছিল না। ভুইলা গেছিলাম।’ ভুলে যাওয়াটা অস্বাভাবিক না। সুনীলের ৩৩ বছর কেটে গিয়েছিল, কেউ কথা রাখেনি। সে তুলনায় আমরা খুব খারাপ আছি বলা যাবে না।

কথা না রাখার দ্বিতীয় কারণ— সিদ্ধান্ত পরিবর্তন। আগে যে কথাটা দিয়েছিল, সেটা এখন রাখা কঠিন। মনের পরিবর্তন ঘটেছে। অবস্থার পরিবর্তন ঘটেছে। সকালে রোদ, দুপুরে বৃষ্টি, রাতে শিলাবৃষ্টি— প্রকৃতির মতো মানুষের মনেরও পরিবর্তন হয়। পরিবর্তিত মনে সিদ্ধান্ত পাল্টে ফেলা যায়। লোকজন হাসাহাসি করতে পারে, তাতে পাত্তা দিলে চলবে না। পাছে লোকে বহু আগে থেকেই বলাবলি করছে, করুক। কুমিল্লা সিটি নির্বাচনে সকালে-বিকালে-রাতে তিন দফা কথা পাল্টে ফেলার নমুনা সে কথারই প্রমাণ। এটাকে বলে অবস্থা বুঝে ব্যবস্থা। বাতাস যেদিকে যায়, আপনিও সেদিকে যাবেন। এতে যাওয়ার গতি বাড়বে। গতি বাড়লে সামনে এগোবেন। সামনে এগোনো মানেই অগ্রগতি।

কথা না রাখার তৃতীয় কারণটা কেউই জানে না। প্রেমিক-প্রেমিকা মাসে মাসে কথা বদলায়। বন্ধু-বন্ধু সপ্তাহে-সপ্তাহে কথা বদলায়। সিলেট সিটি করপোরেশনের মেয়র দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যে ও রাজশাহী সিটি করপোরেশনের ১০ মিনিটের মধ্যে বরখাস্ত হওয়াই প্রমাণ করে এই গতিও খারাপ না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর