সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভাঙাচুরা ইংলিশ

ভাঙাচুরা ইংলিশ

কথায় বলে না ‘অল্প বিদ্যা ভয়ঙ্কর’? এই অল্প ইংরেজি বিদ্যা প্রয়োগ করতে গেলে কেমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেটাই জানাচ্ছেন—ইকবাল খন্দকার

 

*আম : Mango

উদাহরণ : আমরা কিন্তু বিদেশ থেকে প্রচুর জিনিস ‘ম্যাঙ্গো’দানি করি।

 

*চার : Four

উদাহরণ : আপনি কিন্তু আমার নামে মিথ্যা‘ফোর’ করছেন।

 

*জল : Water

উদাহরণ : আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো ‘ওয়াটার’ চৌকি আছে।

 

*তারা : Star

উদাহরণ : তুই কি আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার পাঁয়‘স্টার’ করছিস?

 

*আজ : Today

উদাহরণ : আমাকে ‘টুডে’গুবি গল্প শুনিয়ে কোনো লাভ হবে না।

 

*আয় : Income

উদাহরণ : বল তো শুনি বাংলাদেশের ‘ইনকাম’তন কত?

 

*ধান : Paddy

উদাহরণ : অনুষ্ঠানে যাওয়ার আগে ভালো পোশাক পরি‘প্যাডি’ করা জরুরি।

 

*চাল : Rice

উদাহরণ : তুমি চাইলেই আমাদের আয়োজন বান‘রাইস’ করতে পারবে না।

 

*কাকা : Uncle

উদাহরণ : ছোটবেলায় আমি একটা ‘আংকেল’তুয়া পাখি পুষেছিলাম।

 

*কান : Ear

উদাহরণ : আমার খুব ইচ্ছে, একবার আরা‘ইয়ার’ রাজ্যে ঘুরতে যাব।

 

*পথ : Way

উদাহরণ : শ‘ওয়ে’ নিলাম, আজ থেকে ভালো হয়ে যাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর