সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যার যেমন ভাবনা

যার যেমন ভাবনা

একেক জনের ভাবনা একেকরকম। যে কারণে কারও পৌষ মাস কারও সর্বনাশও হয়।ভাবনার এই তফাতটা কেমন জেনে নিন—

 

বাড়িওয়ালা : সামনের মাস থেকেই রুম ভাড়া বাড়াইতে হবে। যেইভাবে গ্যাস-বিদ্যুতের দাম বাড়তাছে!

 

চাকরিজীবী : নতুন বছরে বেতনটা যদি আর একটু বাড়তো! এত খাটুনি আর সহ্য হয় না। কতদিন সূর্যাস্ত দেখি না।

 

ভিক্ষুক : হজ্ঞলেই এক ট্যাকা... দুই ট্যাকা দেয়! কেউ যদি একখান ৫০০ ট্যাকার নোট দিত।

জেলে : আর একবার জাল ফেলেই দেখি। যদি  কিছু মাছ উঠে!

বড়শিওয়ালা : সন্ধ্যা হয়ে এলো। আর একটি যদি টান পড়ত!

 

ওহাব ওহী , হেমায়েতপুর, সাভার, ঢাকা।

 

সর্বশেষ খবর