সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তুমি ছাড়া আমার কী অবস্থা

তুমি ছাড়া আমাদের সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীদের কী অবস্থা হবে? সেটাই কল্পনা করার চেষ্টা করেছেন— অর্পণ দাশগুপ্ত

পাতি নেতা : তুমি ছাড়া আমার জনসমাবেশ যেন জনগণের অনুপস্থিতির তথা ধু ধু মরুভূমি!

 

পিয়ন : তুমি ছাড়া আমার বড়কর্তাদের জন্য বানানো চা লবণপোড়া সমুদ্রের পানির মতো !

 

শিক্ষক : তুমি ছাড়া শিক্ষকতা ছাত্রছাত্রী ছাড়া কোচিংয়ের ব্যাচের পর ব্যাচ একেবারে ফাঁকা।

ক্রিকেটার : তুমি ছাড়া আমার অবস্থা, ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও ম্যাচের পর ম্যাচ শূন্য রানে আউট হওয়া।

 

ফুটবলার : তুমি ছাড়া আমার অবস্থা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। যেন ম্যাচের পর ম্যাচ পেনাল্টি মিস...

 

মার্ক জুকারবার্গ : তুমি ছাড়া আমার অবস্থা কোনো মেম্বার ছাড়া আমার নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা ফেসবুকের সমান।

 

দোকানদান : তুমি ছাড়া আমার অবস্থা যেন, বাকি নিয়ে হাওয়া! দেখা হলেই দিচ্ছি, দেব করে করে চিরঋণী করে ফেলা। ফেরত দেওয়ার নাম নেই।

 

— শ্যামলী, ঢাকা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর