শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পরীক্ষার্থীদের অন্যরকম প্রস্তুতি

পরীক্ষার্থীদের অন্যরকম প্রস্তুতি

এইচএসসি ও সমমানের পরীক্ষা আসন্ন। পরীক্ষার্থীরা এই সময় যে কাজগুলো বেশি করে থাকে তাই জেনে নিন—

 

►  ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার হিড়িক পড়ে যায়। তবে যারা বুদ্ধির ঢেঁকি ওরা কিন্তু ওদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে না।

 

►  দশ দিন বা পনেরো দিন পর পর ঘর থেকে ওদের দেখলে ডুমুরের ফুল নামক প্রবাদটার

যথার্থ ব্যবহার আপনি নিশ্চিত করতে পারবেন।

 

►  যাদের আপনি কখনোই কলেজব্যাগ বা বই নিয়ে কলেজে যেতে দেখেননি তারাই

আপনার কোনো প্রশ্নের উত্তরে, ‘ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে কলেজে প্রাইভেট আছে’ নামক বুলি ছুড়ে আপনাকে পুরোপুরি অবাক করে দেবে।

 

►  লাইব্রেরি বা বইয়ের দোকানে গিয়ে খোঁজ নিতে থাকবে ‘আঙ্কেল, অমুক টেস্টপেপার

কি বাজারে ছেড়েছে?’

 

 সা’দ সাইফ

দ্বাদশ শ্রেণি, ডা. আফিল উদ্দীন কলেজ বাগআঁচড়া, শার্শা, যশোর

সর্বশেষ খবর