সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা
পাঠকের লেখা

প্রশ্ন ফাঁস করেও যারা পাস করতে পারছে না তাদের জন্য করণীয়

প্রশ্ন ফাঁস করেও যারা পাস করতে পারছে না তাদের জন্য করণীয়

► সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দিলে হয়তো বুঝে যাবে যে প্রশ্ন পেয়েছিল তাই কিছু কিছু প্রশ্নের ইচ্ছা করে ভুল উত্তর দেওয়া উচিত।

► একদম পরিষ্কার প্রশ্নের উত্তর লেখার চেয়ে কিছু কাটাকাটি করা শ্রেয় যাতে পরীক্ষার হলে ভাবতে হয়েছে তা বোঝা যায়।

► প্রশ্নপত্র বের হলে যেন উত্তর ঠিক তার পাশেই লেখা থাকে সেই প্রচেষ্টাও করতে হবে।

► প্রশ্নের সঙ্গে সঙ্গে কোন স্যার খাতা দেখবে তা বের করতে হবে, কারণ স্যারের মনমানসিকতা বুঝে উত্তর দেওয়াই শ্রেয়।

► প্রয়োজনে খাতার শেষে লিখে দেওয়া যেতে পারে ‘স্যার আমি প্রশ্ন পাইনি প্লিজ আমাকে পাস করিয়ে দিন’

► অঙ্কের রাফগুলো খাতার মধ্যেই করা উচিত যাতে সহজেই বোঝা যায় উত্তর মুখস্থ ছিল না।

► যথাসম্ভব ছবিগুলো কলম দিয়ে আঁকা উচিত কারণ পেনসিল দিয়ে আঁকলে হয়তো স্যার বুঝে যাবে যে আগে থেকেই জানত ছবি আঁকতে হবে তাই পেনসিল নিয়ে এসেছে।

— লেখা : মাহবুব নাহিদ

পটুুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ খবর