সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে।

প্রথম বন্ধু : জানিস, আমি স্বপ্নে দেখলাম, মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।

দ্বিতীয় বন্ধু : আমি স্বপ্নে দেখলাম, আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি। তৃতীয় বন্ধু হাই তুলতে তুলতে বলল, আমি স্বপ্নে দেখলাম, এতকিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস। আর মৃত্যুর আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস। এখন সবকিছুর মালিক আমি।

  সংগ্রহ : তনু ঘোষ সাগর শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল।  


 

প্রধান অতিথির অনুরোধে আমার এক বন্ধু চোখ বন্ধ করে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া শুরু করল। যখন চোখ খুলল সে দেখল, সামনে মাত্র দুজন লোক বসে আছে। খানিকটা বোকামির হাসি হেসে বন্ধুটি বলল, ‘আসলে হাতে ঘড়ি না থাকায় সময়টা বুঝিনি।’ সামনে আমার পাশে বসা একজন রাগে কটমট করে বলে উঠল, ‘ঘড়ি না হয় নেই। পাশে যে একটা ক্যালেন্ডার ছিল তাও কি চোখে পড়েনি?’

  সংগ্রহ : মো. মোস্তফা রহমান উল্লাপাড়া, সিরাজগঞ্জ।


 

বাচ্চা মশা প্রথম বারের মতো রক্ত খেয়ে এলো।

মা মশা : তোমার অভিযান কেমন ছিল?

বাচ্চা মশা : দারুণ, সবাই আমাকে দেখে হাত তালি দিচ্ছিল।

  সংগ্রহ : আনজুম ইফতিখার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা।


 

শিক্ষক : বল তো, কোন প্রাণী সবচেয়ে বেশি হাসি-খুশি থাকে?

ছাত্র : হাতি।

শিক্ষক : তোমার কেন এটা মনে হলো?

ছাত্র : স্যার, দেখেন না, হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে।

সংগ্রহ : রাফিউল করিম, কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর