সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

হোটেল ম্যানেজার : স্যার, রাতে ভালো ঘুম হয়েছে তো?

বোর্ডার : খুব! আপনার হোটেলের মশা এমন শক্তিশালী যে আমার প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল ভাগ্যিস খাটে ছারপোকা ছিল। ওরা আমাকে টেনে ধরে না রাখলে সকালে আমাকে হয়তো অন্য কোথাও পেতেন।

 

 

ম্যাডাম : লিটু, তুমি হোম ওয়ার্ক নিয়ে আসোনি কেন?

লিটু : ম্যাডাম, হোম ওয়ার্ক করেছিলাম। কিন্তু আমাদের বাড়ির কুকুর হোম ওয়ার্কের কাগজটা খেয়ে ফেলেছে।

ম্যাডাম : বাবু, তুমি হোম ওয়ার্ক করনি কেন?

বাবু: ম্যাডাম, হোম ওয়ার্ক করেছিলাম। কিন্তু কাগজটা আমি খেয়ে ফেলেছি।

ম্যাডাম : কেন?

বাবু : কারণ, আমাদের বাসায় কুকুর নেই!

 

 

একলোক স্যুপ অর্ডার দিয়েছেন।

ওয়েটার স্যুপ নিয়ে এলে ভদ্রলোক বললেন, ‘তোমার বুড়ো আঙুল আমার স্যুপে ডুবে আছে!’

ওয়েটার : ভয় নেই স্যার। আপনার স্যুপ তেমন গরম না।

 

 

চিৎকার করে এলবিডব্লিউর আবেদন করল বোলার, ‘হাউজ দ্যাট!’ এদিকে ব্যাটসম্যান তখন পায়ে বল লেগে ব্যথায় কোঁকাচ্ছে। ধীর পায়ে ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন আম্পায়ার। বললেন, ‘হাঁটতে পারবে তো?’

ব্যাটসম্যান : হুম। রানার লাগবে না। আমি রান করতে পারব।

আম্পায়ার : রান করতে হবে না। হেঁটে হেঁটে প্যাভিলিয়নে ফিরতে পারলেই হবে। কারণ তুমি আউট।

 

 

প্লেন টেক-অফ করার কিছুক্ষণ পরই পাইলট নিজের পিঠে রিভলবারের খোঁচা অনুভব করলেন।

: সোজা লন্ডন চল।

: জনাব, আমরা তো লন্ডনেই যাচ্ছি।

: তা জানি, কিন্তু এর আগে দুবার লন্ডনের টিকিট কেটেও লন্ডন যেতে পারিনি। হাইজ্যাকারের কবলে পড়ে আমাকে একবার আফ্রিকা আরেকবার চীনে যেতে হয়েছে। এবার আমি লন্ডনেই যেতে চাই।

 

 

এক লোক নতুন গাড়ি কিনেছেন। ড্রাইভার বলল, স্যার একটা স্ক্রু ড্রাইভার লাগবে। ভদ্রলোক খিঁচিয়ে উঠলেন, “ইস ড্রাইভার তো একজন রেখেছিই আবার স্ক্রু টাইট দেওয়ার জন্য আরেক জন ড্রাইভার?”

 

 সংগ্রহ : জুয়েল রানা, লোহাগড়া, নড়াইল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর