শুক্রবার, ২৮ জুন, ২০১৩ ০০:০০ টা

অবশিষ্ট-ঘেরা

অরুণ সেন

যে আমার সকল শিকড় ছিঁড়ে ইচ্ছার বিরুদ্ধে

তীব্র বেগে ভাসিয়েছে এই কালো অজানার ঘোরে

সকল সহায় অতীতের ঘরে পাঠানোর পরও

ঢেউগুলো তার শুধুই শোনায় গোপন ধিক্কার

চিরজীবী হারগিজি খালের সাথে সাক্ষী প্রভাস্টোর

হেলা আর খেলা নামে দু'দিকের দু'রকম স্রোত

এ আমারই ছেলেবেলা নিয়ে খেলতো বেশ। সেই তারা

যৌবনে আবার অবহেলা নামে এই মহাস্রোত

এতেই তো ভাসন্ত আমার চোখ অজানা ধোঁয়ায়

অতঃপর নিয়ে যায় অগোচর একেক পাড়ায়

রাতের পাড়ায় ভাসতে ভাসতে দেখি অনেক তারার

দখলে আকাশ। সদ্য অনুভূত সম্পর্কের সুতো

দৃশ্যমান সব রেখেছে আটক সুনিপুণ জালে

আমি চতুর্দিকে আলোর অবশ অবশিষ্ট-ঘেরা।

সর্বশেষ খবর