শুক্রবার, ২৮ জুন, ২০১৩ ০০:০০ টা

আফসোস

টোকন ঠাকুর

প্রজাপতিদের সঙ্গে নাচতে নাচতে

মনে হচ্ছিল, আমি ওদের পাড়ার ছেলে

রেললাইন ক্রস করে যাওয়া মাঠ-বরাবর আকাশ

সবাই জানত, আমি ফড়িংদের মামাতো ভাই, আমায় পেলে

দিঘির ধারে ডালিম ফুফু নাক টিপে ধরে বলত-

'এখানে তো কেউ নেই, বল এখন আমার কাছে কি চাস?'

কিন্তু আমার চাওয়া ছিল জোনাকির অঙ্গের

আলো, বাগানে, শ্রীমতি সন্ধ্যায়

সে চাওয়া পূরণ হয়নি; অতঃপর এক কাকের সঙ্গে

দোস্ত দোস্ত ভাব হওয়ার ফলে বর্তমানে আমি মেয়রের ভোটার

এই হচ্ছে আমার নিরুদ্দেশ, কেমন একটা কোকিল কোকিল বাস

আমার পেশা অবলোকন করা, বসন্তে চাপ পড়ে যায়

হায় রে! রজঃস্বলা মেঘ পালিয়ে যায়,

চাক্ষুষ? দেখাই হয় না

মুহূর্ত, ফুল ফোটার

সর্বশেষ খবর