শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

বৃষ্টিদ্বেষ

আবদুল হাই শিকদার

ঘরদোরগুলো ঘিরে থাকে যেই বৃষ্টি

খুব বেশি দূরে যায় না চোখের দৃষ্টি।

এমন মেঘে যে নাচে নাচাক ময়ূরী,

আমি ঘুমে যাই কাজে টাজে চুন সুপুরী।

বৃষ্টিতে ভিজে ফষ্টি নষ্টি আমার কম্ম নয়রে

সর্দি ও জ্বরে কে করে জীবন ক্ষয়রে!

বৃষ্টির ধাপ জানালায় থাক,

আমি থাকি জমে জাজিমে।

পাশে রূপবান নিক শতরান

চাই না সুজাতা আজিমে।

বৃষ্টি ধারা ডুবে থাক পাড়া,

জাজিমের আমি খাড়ারে-

পাঠশালা পড়া দেখি কোন শালা

ঢাকা থেকে যাবে হারারে!

সর্বশেষ খবর