শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

প্রদর্শনী

সুজন হাজারী

আবক্ষ জলে দাঁড়িয়ে এক কিশোরী

পুষ্পিত শাপলা হাতে

ফরিদা জামানের চিত্রকলায়

এরকম দু'একটি জীবন

নিরন্তর মাটির টানে প্রদর্শনী আয়োজন।

 

মানুষ বড় হলে শৈশবে ফিরে

মাটির টানে আঁতুড়ের আবাসে

পৃথিবী অভিমুখী জন্মভূমে

নদীমাতৃক এদেশের সন্তান।

 

হৃদয়ে দয়ালু জলের আদ্রতায় জলকষ্ট বাড়ে

নদীরা শুকায়, নদী মরে গেলে বিলাপ শুনি।

জল ও জালের ধ্যানে মগ্ন জেলে খোঁজে মাছ

মাছের আমিষাশী ঘ্রাণে

সন্তর্পণে উপস্থিত বেড়াল।

 

মৃত্যুর সময়ে স্মৃতিকাতর শৈশবে ফিরে

মানুষ মাকে কাছে ডাকে।

 

 

সর্বশেষ খবর