শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

সোনার শেকল

মাকিদ হায়দার

পাতাল পুরিতে

যিনি বাস করেন তারই খোঁজে

মাসে মাসে যাই

পাতাল পুরিতে।

সেই তিনি হঠাৎ আমাকে দেখে

এক পা দু'পা বাড়িয়ে

কাছে এসে

বললেন,

পাতালে এলে ফেরে না কেউ

ফিরে যেতে দেই না কাউকে

আমি খুব ভালো করে জানি

আমি ছাড়া কেউ নেই তোর।

তার কথা অমৃত সমান।

তার সোনার শেকল ছিড়ে

আজো ফেরা হয়নি আমার।

সর্বশেষ খবর