শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

আমিও দোয়েল

দুলাল সরকার

পরাজিত আমি? দোয়েলের গোপন কুহকজাত

আমার হৃদয়, আমি নিভৃতচারী, ঝোপবন্ধ

গাঁয়ের গোপন নীপ, ছায়াগুল্মে আমার বসতি

বেতস ঝাড়ের মধ্যে নিরিবিলি লোকচক্ষু দূরে

আমার গেরস্থ বাড়ি--- একা একা উড়ি।

আমার নিত্যসঙ্গী ভয়- শিকারীরা তকে তকে থাকে

প্রায়শ গোপনে থাকি, মিশে থাকি পাতা রঙ

সবুজের সাথে-যদিবা কখনো হাসি, বাইরে আসি

আকাশ কখনো ডাকে, আকাশের নীল অংশখ্যাতি

কিন্তু কৌশল জানি না- আস্ফালন শিখিনি তাই প্রাণপণে

আমার অস্তিত্বটুকু ধরে রেখে নিজেকে যতটা পারি

আত্দগন্ধী নাভীর সযত্ন প্রয়াসে আমার প্রতিটি মুহূর্ত যায়-

অন্যের ভাষাতো বুঝি না, যখন অনেক বেশি উষ্ণতায় শ্বাসকষ্টে

আমার পরম প্রিয় পালক সমূহ পুড়বার আশঙ্কা করি

প্রত্যাবর্তনের তীব্র ব্যাকুলতাগুলো এতটাই

গভীর হয়, ফিরে আসি সন্ধ্যা গায়ত্রীর কাছে-

জয় ও পরাজয়ের কথা না ভেবেই বৃক্ষের কাছাকাছি থাকি।

সর্বশেষ খবর