শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

শহর থেকে দূরে

সাযযাদ কাদির

দুপুর শেষের অলস বেলায়

কি জানি কি ভেবে

কোনও দিন যদি

পাড়ার বাইরে এসে

ঘাসে-আগাছায় ছেয়ে থাকা

মেঠো আলপথ ধরে

ডুমুর বন্না খোকসা শ্যাওড়া ঝোপের ওপাশ দিয়ে

আমাদের সেই ফুলে মউ-মউ ছাতিম গাছের তলায়-

যদি কিছুক্ষণ দাঁড়াও আগের মতো

দেখবে তোমার অপেক্ষায় এই

সত্যি আমাকে!

সর্বশেষ খবর