বড় ভাবীর দীঘল কেশ যেন আকাশে বিস্তৃত—
হেমন্তের বিকেলটা তাইতো ময়লা ময়লা রুমাল
প্রকৃতির ফ্রিজ থেকে এই সময় কিছুটা বায়ুশরীরে গড়ায় মানে লেপ খুঁজতে আসছে শীত
সেজো ভাবী ক’ন, আর কটা দিন পর
চাউলকে গুঁড়ো বানাতে। আকাশ আসবেন গৃহে
নভের ওপার থেকে
মা বলেন, যত্নাদি যাতে পূর্ণ হয়
ও আমার ছোটটার...
সে ঠাণ্ডাতো আমার বুকও ঠাণ্ডা।
এ বাড়িতে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।