শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিজয় দিবস ছড়ায় আলো

রবিউল হুসাইন

সবুজ এদেশ শস্য শ্যামল

নদীর জলে মাছের সাঁতার

চন্দ্রসূর্য গ্রহ আকাশ

শুভ্র জীবন আশালতার

 

মাঝে মাঝে ভীষণ বৃষ্টি

ঝড় তুফানে সব বেহাল

বজ্র বিদ্যুৎ শনশনিয়ে

প্রকৃতির কী যে খেয়াল

 

এমনি করেই একাত্তরে

পঁচিশে মার্চ হঠাৎ করে

পাকি সেনা পশুর অধম

বাঙালি বধে ঝাঁপিয়ে পড়ে

 

নির্বাচনে যে দল জেতে

তারাই পায় দেশের দায়

ক্ষমতা আর শাসনভার

এটাই বিধি গণরায়

 

কিন্তু পাকি সেনা তা না মেনে

শুরু করে হত্যাকর্ম

অমানবিক নিষ্ঠুরতা

ধর্মের নামে অধর্ম

 

এর বিরুদ্ধে বাঙালিরা

শেখ মুজিবের সুভাষণে

এক হলো সব স্বাধীনতার

যুদ্ধ জয়ের শপথ প্রাণে

 

নয়টি মাস যুদ্ধ শেষে

স্বাধীনতা তাই এলো

বাংলাদেশের প্রতিদিনে

বিজয় দিবস ছড়ায় আলো

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর