শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিনয় মজুমদার

ইকবাল হাসান

দুই পাহাড়ের মধ্য পথে উড়াল দেয়া পাখি

ঘুমের ভেতর স্বপ্নে তাকে দু’হাত তুলে ডাকি

এক হাত তখন নিম্নগামী অন্য হাতটি কোথায়

শরীর খুঁজতে বেরিয়ে গেছে উদাস লেনের মাথায়

রাত্রি তখন ক’টা হবে? ঘুমিয়ে কলকাতা

সত্যি কথা বলতে গেলে লোকে বলবে যা-তা

 

পাখির কথা একটু আগে বলেছি, বিস্ময়

নিম্নগামী হাতটি তখন চাঁদে স্থির হয়

তাতেই আগুন জ্বলে ওঠে শরীর ও ভাবনায়

তিনটি রাত্রি ভস্ম হ’লে পাকিশ ও পাবনায়

ভস্ম রাত্রি নীল মোহনায় তীব্র হাহাকার

চাঁদে আগুন জ্বালিয়ে দিলেন বিনয় মজুমদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর