শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শৈশবস্তোত্র

মহাদেব সাহা

কতোবার বলবো আমি খুব বিশুদ্ধ ছিলাম, আমার দুইটি

                          হাতে পবিত্র মাটির গন্ধ

শুদ্ধ নদীর জলে ধোয়ানো শরীর,

আমি কোনো ঘূর্ণিস্রোতে ভুলেও নামিনি

ছিলাম মিষ্টি ভোরের মতো স্নিগ্ধ রোদের কণা

শস্যের সোমত্ত জীবন, প্রাতঃস্নান-করা পাখির পালক

আমি উঠানের চাঁপা গাছটির মতো সুখী শিশুকাল ছিলাম তখন;

 

ছিলাম মায়াবী মধুর সন্ধ্যা, স্বচ্ছ দিঘি, প্রশান্ত উজ্জ্বল উদ্যান

ছিলাম প্রকৃতির প্রিয়সঙ্গী শিশু, মৌন মুগ্ধ মেঘ

সেই পবিত্র শৈশবশান্তি, স্নেহের ছায়ার নীচে কোমল উদ্ভিদ

আমি বিশুদ্ধ ছিলাম, মাটির গন্ধের মতো বিশুদ্ধ ছিলাম;

 

আমার দুচোখ খুব ভিজা ছিলো, কতোদিন জোনাকির

নৃত্যকলা দেখতে দাঁড়িয়ে থেকেছি

কতোদিন কেষ্টযাত্রা দেখে বিষ্ণুপ্রিয়ার দুঃখে একাকী কেঁদেছি,

সেদিন নদীটি ছিলো সহোদরা, বনভূমি স্বজন সুহূদ

সেই বিশুদ্ধ জীবন হারিয়ে গেলো কর্কশ কুঠারের ঘায়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর