শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাটির ব্যাংক

ওবায়েদ আকাশ

মাটির ব্যাংকটিতে অমুদ্রিত নদীকথা

কেমন আলপনা হয়ে উঠেছে

 

নৌকোর ভেতর নতুন সংসারের চাবি

ঘোমটার ভেতর যৌতুকের গুমোট কান্না

আর কূলে কূলে ঝিরি ঝিরি নারকেলপাতা দোলে

 

ব্যাংকটির স্বপ্নের ভেতর অর্ধেক পা ডুবিয়ে জেগে আছে রাজহাঁস

প্রতিবেশী মাটির পুতুল, মাছের উচ্ছ্বাস, বাঘের হুঙ্কার এড়িয়ে

প্রতিদিন স্বপ্ন ভরে রাখি

আমার মাটির ব্যাংকটি ভেঙে গেছে

ধুলোয় গড়িয়ে পড়েছে স্বপ্ন রাশি রাশি

 

ভেঙে গেছে সুসজ্জিত একটি জনপদ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর