শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
কবিতা

মানুষ

মোহন রায়হান

মানুষের ভেতরে আরেকটি মানুষ

লকলকে জিভ ধারালো নখর

তীক্ষ দাঁত হিংস্র চোখ!

অথচ কী শুচি শুভ্র সুকোমল অবয়ব

কবরে নিয়ে যেতে চায় অর্থসম্পদ

নরকে বসেও গুনতে চায় কাঁচা টাকা

থুরথুরে জীবনের পিঁড়িতে বসেও

নতুন প্রাসাদের স্বপ্ন!

মানুষের কল্যাণে নিবেদিত, হিসাব কষে

কতটা ফায়দা হলো কোন সমাজসেবায়

নিঃস্বার্থ জনদরদি স্বার্থের বাইরে

ফেলে না এক কদমও!

নিজেকে ছাড়া বাসে না ভালো

জগতের আর কাউকে

মানুষের ভেতরে আরেকটি মানুষ

ধূর্ত শৃগাল লোভাতুর শকুন

হায়েনার চেয়ে হিংস্র ভয়ানক মানুষ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর