শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আমি জেগে আছি

দুলাল সরকার

আমি জেগে আছি বলে জেগে আছে

মিছিলের হাত, পাঁচটি আঙুল

নখের অঙ্কুর— জেগে আছে জলের বাগান

নতুন জলের নীল আভা, জেগে আছে

রক্তজবা, শাপলার পোট, শৈল্পিক পতাকা

দেশপ্রেম— অবিভক্ত ঘোড়ার খুরের তেজ

থর থর আবেগের কম্পিত কদম

সূর্যের বিরহে ঝরা ভোরের শিউলি;

 

জেগে আছে ক্ষতগুলো মুক্তিযুদ্ধের উপাদান

রক্তিম ঝোপের পাশে ব্যর্থ অভ্যুত্থান

মধুলোভী মৌমাছি

নিভৃত আবেগগুলো অন্তরের অতল সংস্রবে

ঘুমিয়ে পড়ার আগে

বৌ কথা রাত— জীবনের ধ্রুপদী কবজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর