শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা
কবিতা

একগুচ্ছ হাইকু

শেখ আতাউর রহমান

আপেক্ষিক

মাথার ওপর সময়হীন আকাশ

চারিদিকে অফুরন্ত কালের সাগর, শূন্য গহ্বর!

মনে পড়ে যায় পৃথিবীতে আছি

আখের ক্ষেতে উড়ছে দেখি একঝাঁক হলুদ মৌমাছি।

 

হেল

সময় হলে বেজে ওঠে ডিংডং বেল

তবুতো হয়না মনে রাঁবো’র মতো

এ-ভুবনে কাটালাম ‘এ সিজন্ ইন্ হেল’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর