শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

ভয়

আলী হাবিব

এখন আমার শুধু হারাবার ভয়।

বুক পকেটেই ছিল শখের কলম

কোথায় যে পড়ে গেল খুঁজে পাচ্ছি না।

যত্নেই রাখা ছিল স্মৃতির রুমাল

আজকে খুঁজতে গিয়ে দেখি সেটা নেই।

হারিয়ে গিয়েছে বহু চেনা-জানা মুখ

হারানো শৈশব ফিরে আসবে না আর।

 

যে পথে হাঁটছি আমি বহুদিন ধরে

সে পথেও দেখি আজ ধুলোর আস্তর।

নিকটবন্ধু নেই, স্বজনেরা দূরে

আমার এ পথে শুধুু একলা আমিই।

 

এখন তো ভয় হয় নিজেকে নিয়েই।

গন্তব্য না জেনেই ধরেছি যে পথ

জানি না পথের বাঁকে নিজেকেই শেষে

হারিয়ে ফেলব কি না, ফিরব না আর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর