সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

রয়েছে যুগোপযোগী সুযোগ-সুবিধা

বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মকবুল আহমেদ খান, প্রতিষ্ঠাতা, সাবেক ভাইস চ্যান্সেলর ও বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান

রয়েছে যুগোপযোগী সুযোগ-সুবিধা

সাক্ষাৎকার

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) তৃতীয় প্রজন্মের বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০১২ সালের ১৪ মার্চ যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৭০০০ হাজার  দেশি-বিদেশি শিক্ষার্থী মুখরিত এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল মাত্র ১২০০ শিক্ষার্থী নিয়ে। প্রফেসর ড. মকবুল আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের কর্ম-উপযোগী করে গড়ে তুলতে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার’ (সিডিসি) রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে। বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি সুসম্পর্ক এবং সেতুবন্ধন তৈরির মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে এ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং’, ‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং’ এবং ‘টাইম্স হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং’-এ মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে এ বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  ড. মকবুল আহমেদ খান জানান, মেধাবী ও সেরা শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে আধুনিক এবং যুগোপযোগী সুযোগ-সুবিধা সম্বলিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।  শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, তাদের নীতি-নৈতিকতাবোধসম্পন্ন তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলাই এ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। 

সর্বশেষ খবর