রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শক্তিশালী দল নিয়ে আসছে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছে আফগানিস্তানের কাছে। এই প্রথম আইসিসি সহযোগী কোনো দেশ ওয়ানডে সিরিজ জিতল টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। আইসিসি সহযোগী দেশের কাছে সিরিজ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে আফ্রিকান দেশ জিম্বাবুয়ে। ভঙ্গুর আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল ঢাকায় পা রাখছে দলটি। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবেন এল্টন চিগুম্বুরারা। বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাবা। বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজে খেলা ব্রায়ান চারি, কেভিন কাসুজা, টিনোটেন্ডা মুতুম্বজি ও ক্রিস্টোফার মপোফু। সফরে প্রথম ওয়ানডে ৭ নভেম্বর। পরের দুটি ৯ ও ১১ নভেম্বর। টি-২০ ম্যাচ দুটি যথক্রমে ১৩ ও ১৫ নভেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিশোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, নেভিল মাডজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুটুমবামি, টাউরাই মুজারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।

সর্বশেষ খবর