রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই জায়ান্টের ড্র

ক্রীড়া ডেস্ক

দুই জায়ান্টের ড্র

গোলের পর ডি মারিয়া

জার্মান বুন্দেসলিগার অপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ আর স্প্যানিশ লা লিগার অন্যতম শিরোপার দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদ গত শুক্রবার ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছে। তবে জয় পেয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ফেবারিট দল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তারা আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে রেনেকে ১-০ ব্যবধানে হারিয়ে লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল। ১২ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে শীর্ষে অবস্থান করছে পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাঞ্জার্স।  পেপ গার্ডিওলা দুর্দান্ত বায়ার্ন মিউনিখ শুক্রবার আটকে গেল ফ্র্যাঙ্কফুর্টে। গোল শূন্য ড্র করেছে বায়ার্ন। অবশ্য এই ড্রয়ে খুব একটা ক্ষতি হয়নি ব্যভারিয়ানদের। শিরোপা জয়ের পথে বহুদূর এগিয়ে গেছে জার্মান জায়ান্টরা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে বায়ার্ন মিউনিখ। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বুরুসিয়া ডর্টমুন্ড। অবশ্য পেপ গার্ডিওলার মতে, এখনো লিগ জয়ের পথ অনেকটা বাকি। সবমিলিয়ে দলকে পাড়ি দিতে কঠিন সব চ্যালেঞ্জ। স্প্যানিশ লিগের অন্যতম শিরোপা দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে দিপোর্তিভো লা করোনার সঙ্গে। থিয়াগোর ৩৪ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে লুকাসের ৭৭ মিনিটের গোলে নিজেদের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে ড্র আদায় করে নেয় দিপোর্তিভো। এ ড্রয়ে দিপোর্তিভো ছয় নম্বরে উঠে এসেছে ১৪ পয়েন্ট নিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর