বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আর্জেন্টিনা-ব্রাজিল সুপারক্লাসিকো

মেসি নেই নেইমার আছেন

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা-ব্রাজিল সুপারক্লাসিকো

লিওনেল মেসির অনুপস্থিতি এরই মধ্যে সুপার ক্ল্যাসিকোর উত্তাপ অনেকটা কমিয়ে দিয়েছিল। এর মধ্যে খবর এলো, কার্লোস তেভেজও খেলতে পারছেন না। ইনজুরি আক্রান্ত এই আর্জেন্টিনার সামনে নেইমারের ব্রাজিল। আগামীকাল ভোরে বুয়েন্স আয়ার্সে ফুটবলের দুই পুরনো দল মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। ব্রাজিলিয়ান অধিনায়ক এ ম্যাচেই নিষেধাজ্ঞা থেকে ফিরছেন। ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান এখনো সুসংহত হয়নি। দুই ম্যাচ খেলে ব্রাজিল সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। আর্জেন্টিনার সংগ্রহ মাত্র ১ পয়েন্ট! সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে উরুগুয়ে, ইকুয়েডর ও চিলি। প্যারাগুয়ে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট। সবমিলিয়ে আজকের ম্যাচ ল্যাটিন ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা তার বেশিরভাগ তারকা ফুটবলারদেরই পাশে পাচ্ছে না। লিওনেল মেসি ছাড়াও কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো এবং পিএসজির স্ট্রাইকার পাস্তোর থাকছেন না দলে। অবশ্য এই আর্জেন্টিনাকেও ভয়ঙ্কর মনে করছেন ব্রাজিলিয়ান তারকা কাকা। তিনি বলেন, ‘আর্জেন্টিনা বাছাইপর্বে এখনো কোনো ম্যাচ জিতেনি। এটা তাদেরকে বাড়তি প্রেরণা দিবে।’ ব্রাজিল দুর্দান্ত ফর্মে আছে। তবে কাকা মনে করেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা কোনো সময়ই সহজ নয়। বিশেষ করে আর্জেন্টিনার মাঠে খেলা হওয়ায় ব্রাজিল অবলম্বন করছে বাড়তি সতর্কতা।

 

সর্বশেষ খবর