বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ-তাজিকিস্তান মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-তাজিকিস্তান মুখোমুখি আজ

বাংলাদেশ-তাজিকিস্তান মুখোমুখি আজ। বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবলে মামুনুলদের এটি অ্যাওয়ে ম্যাচ। বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৬টায় তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ম্যাচটি শুরু হবে। জুনে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে। ১৭ নভেম্বর ঢাকায় অস্ট্রেলিয়া ও মার্চে আম্মানে জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ বাছাইপর্বের মিশন শেষ করবে। এশিয়ান অঞ্চলে বাছাইপর্বে ‘বি’ গ্রুপের লড়াইয়ে জর্ডান ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। চারবার বিশ্বকাপে মূল পর্বে খেলা এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সংগ্রহ চার ম্যাচে ৯, কিরগিস্তান ৫ খেলায় ৮, তাজিকিস্তান ৫ খেলায় ২ ও সমানসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। তাজিকিস্তানে আবহাওয়া বড় একটা ফ্যাক্টর। তারপর আবার খেলা হবে টার্ফে। এমন প্রতিকূল অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে ৬ নভেম্বর ঢাকা ছাড়ে ফুটবল দল। ঢাকা ছাড়ার আগে কোচ ফ্যাবিও লোপেজ বলে গেছেন, অ্যাওয়ে ম্যাচে আমরা জেতার জন্যই মাঠে নামব। ঘরের মাঠে তাজিকিস্তান অবশ্যই শক্তিশালী রূপ ধারণ করবে। কিন্তু ছেলেরা ভালো খেলতে পারলে জয় পাওয়া সম্ভব।

সর্বশেষ খবর