সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকা ডায়নামাইটসকে সতর্ক

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তাহীনতার কথা বলে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ফুটবল খেলতেও গড়িমসি করেছিল অস্ট্রেলিয়া। যদিও বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালের বাছাই পর্বের ম্যাচ খেলে গেছে সকারুরা। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। বাংলাদেশ সরকার যেখানে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ব্যস্ত, তখন মিরপুর স্টেডিয়ামে কাল ঢাকা ডায়নামাইটসের কর্মকর্তারা দলীয় সমর্থকদের ঢোকানোর জন্য ক্ষমতার অপব্যবহার করেন। যাতে নিরাপত্তাকর্মীদের বৃদ্ধাঙুলি দেখিয়ে বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকে পড়েন হাজারের উপর দর্শক। অবশ্য এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ঢাকা ডায়নামাইটসকে সতর্ক করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সতর্ক করার কথা স্বীকার করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ডা.ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস। শেষ বলে ‘শ্বাসরুদ্ধকর’ জয় তুলে নেয় রংপুর। দ্বিতীয় ম্যাচে অংশ নেয় ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচের আগে ঢাকার দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভিআইপি গ্যালারিতে ঢুকে পড়েন। দর্শকদের এমন আচরণে ভীত হয়ে পুলিশ বাহিনী গেট থেকে সরে দাঁড়ায়। অবশ্য পড়ে নিরাপত্তাকর্মীরা স্টেডিয়াম থেকে বিনা টিকিটে ঢুকে পড়া দর্শকদের বের করে দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর