সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফিরেই এল ক্ল্যাসিকো জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক

ফিরেই এল ক্ল্যাসিকো জিতলেন মেসি

রিয়ালকে হারিয়ে মাঠ ছাড়ছেন মেসি-নেইমার-সুয়ারেজরা -এএফপি

লিওনেল মেসি মাঠে নামার আগেই সান্তিয়াগো বার্নাব্যুতে যুদ্ধটা জিতে নেয় বার্সেলোনা। সুয়ারেজ-নেইমার-ইনিয়েস্তার আক্রমণে ততোক্ষণে দিশেহারা লস ব্ল্যাঙ্কোসরা। নিজেদেরই মাঠে পিছিয়ে ৩-০ ব্যবধানে। মেসি মাঠে নামেন ম্যাচের ৫৭ মিনিটে। মেসির আগমনে উদ্দীপ্ত বার্সেলোনা আরও একবার রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন ভেঙে গুঁড়িয়ে দেয়। সুয়ারেজের ডাবল এবং নেইমার ও ইনিয়েস্তার গোলে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৪-০ গোলের অসাধারণ এক জয় নিয়ে বাড়ি ফিরেছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকোর এ দুর্দান্ত জয়ে লা লিগায় আরও একবার শিরোপা জয়ের দৌড়ে বহুদূর এগিয়ে গেল কাতালানরা। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা অবস্থান করছে শীর্ষে। সমান ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে সুযোগ এসেছে রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থান দখল করার। গত রাতে তারা রিয়াল বেটিসের বিপক্ষে জয় পেয়ে থাকলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে দুইয়ে চলে গেছে। বার্সেলোনার সামনে রিয়াল মাদ্রিদ যেন ফাঁদে পড়া শিকারে পরিণত হয়েছিল শনিবার। বার্সেলোনাকে হারিয়ে শীর্ষস্থান পুনঃদখলের যে স্বপ্ন দেখেছিলেন রাফায়েল বেনিতেজ তা পূরণ হলো না। এ পরাজয়ের মধ্য দিয়ে বেনিতেজের অবস্থানই গৌণ হয়ে পড়ল রিয়াল মাদ্রিদের কাছে! এল ক্ল্যাসিকোতে হারলে বেনিতেজকে বাদ দিতে পারে রিয়াল, এমন একটা গুজব আগেই রটেছিল। এবার কি তার প্রতিফলন দেখবে ভক্তরা! অবশ্য কোচ বদলালেই রিয়াল মাদ্রিদের অবস্থান সহসা বদল হওয়ার নয়। অন্তত স্প্যানিশ মিডিয়া এমনটাই লিখছে। লিওনেল মেসি এল ক্ল্যাসিকো খেলবেন কি না এই নিয়ে বিতর্কটা বেশ উচ্চতায় পৌঁছেছিল। তবে এল ক্ল্যাসিকো শুরু হওয়ার পর নেইমার-সুয়ারেজ মোটেও মেসির অভাব বুঝতে দেননি। লা লিগার চলতি মৌসুমটা নেইমার-সুয়ারেজের জন্য দারুণ বলেই প্রমাণিত হচ্ছে। ১২ ম্যাচে ১২ গোল করে শীর্ষে আছেন নেইমার। ১১ গোল নিয়ে সুয়ারেজ আছেন দ্বিতীয় স্থানে। মেসি-রোনালদো এবার নেইমার-সুয়ারেজের ছায়ায়! অবশ্য মৌসুম শেষ হতে এখনো অনেক বাকি। সামনে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই দলেরই রয়েছে অনেকগুলো কঠিন ম্যাচ। লুইস এনরিকে এল ক্ল্যাসিকো জেতার পরও তাই শিষ্যদের সতর্ক থাকতেই উপদেশ দিয়েছেন। অবশ্য এল ক্ল্যাসিকোতে দুর্দান্ত জয়টা নিজেদের পরিশ্রমের ফল বলেই মন্তব্য করেছেন এনরিকে। অন্যদিকে রাফায়েল বেনিতেজ হতাশ। বিশেষ করে এমন বাজেভাবে হেরে যাওয়ায় ভক্তদের উপর খানিকটা অভিমানও করেছেন তিনি। এদিকে শনিবার লা লিগায় জয় পেয়েছে এসপানিয়ল, রিয়াল সুসিদাদ এবং দিপোর্তিভো। তবে লা পালমার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া।

সর্বশেষ খবর