মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেষ ওভারে চিটাগাং বরিশালের জয়

ক্রীড়া প্রতিবেদক

শেষ ওভারে জিততে সাকিবের রংপুর রাইডার্সের দরকার ১৫ রান। হাতে উইকেট ৪টি। আগের দিন এমন সমীকরণের ম্যাচ জিতেছিল রংপুর। গতকাল পারল না। বরং ১ রান তুলতে উইকেট হারিয়েছে ৪টি। ফলে রংপুর ১৩ রানে হেরেছে মাহমুদুল্লাহর বরিশাল বুলসের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল ৯ উইকেটে ১৫৫ পরে রংপুর ১৪২ রানে অলআউট হয়ে যায়।

এদিকে দিনের প্রথম ম্যাচে শেষ দুই বলে জয়ের জন্য সিলেট সুপার স্টারসের দরকার ছিল ৭ রান। চিটাগাং ভাইকিংসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের করা ওভারের পঞ্চম বল কাভার দিয়ে বাউন্ডারি হাঁকান। শেষ বলে দুই রান করলে ম্যাচ টাই হয়ে যাবে। জিততে হলে দরকার বাউন্ডারি। কিন্তু মুশফিক এক রানের বেশি নিতে  পারলেন না শেষ বল থেকে। নাটকীয় ম্যাচে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় চিটাগাং ভাইকিংস। গতকাল ম্যাচের শুরু থেকেই ছিল নাটক। বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র নিয়ে জটিলতার কারণে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। চিটাগাং কিংসের অধিনায়ক তামিম ইকবালকে বাপ-মা তুলে বিশ্রী ভাষায় গালি দেন সিলেট সুপার স্টারসের ভাইস চেয়ারম্যান ও আলিফ গ্রুপের চেয়ারম্যান। মুখে কিছু না বললেও ব্যাট হাতে ঠিকই সিলেটকে জবাবটা দিয়ে দিয়েছেন তামিম। মাত্র ৪৫ বলে খেলেছেন ৬৯ রানের বিধ্বসী ইনিংস। ছয় বাউন্ডারির সঙ্গে চারটি বিশাল ছক্কা। হাফ সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের ছেলে ইয়াসির আলীও। তিনি খেলেছেন ৫২ বলে ৬৩ রানের হার না মানা ইনিংস। দুই লোকাল হিরোর তাণ্ডবে ১৮০ রানের বিশাল স্কোর করে চিটাগাং কিংস। অথচ শুরুতে তিলকারচকত্নে দিলশানকে হারিয়ে বিপদেই পড়েছিল চিটাগাং। কিন্তু তামিমের খুনে মেজাজের কারণে বড় স্কোর করে। তবে সিলেটও পৌঁছে গিয়েছিল জয়ের দ্বারপ্রান্তে। ওপেনার দিলশান মুনাবীরা দুর্দান্ত এক ইনিংস খেলেন। মাত্র ৩০ বলে করেন ৬৪ রান। অধিনায়ক মুশফিকুর রহিমও খেলেন মাত্র ৩৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস। তবে শেষ রক্ষা হয়নি।

 

চিটাগাং ইনিংস : ২০ ওভারে ১৮০/৫, সিলেট ইনিংস : ২০ ওভারে ১৭৯/৬

ফল : চিটাগাং ভাইকিংস ১ রানে জয়ী

বরিশাল ইনিংস : ২০ ওভারে ১৫৫/৯, রংপুর ইনিংস : ২০ ওভারে ১৪২/১০

ফল : বরিশাল বুলস ১৩ রানে জয়ী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর