বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তদন্ত করছে বিসিবি

তামিমের সঙ্গে অশোভোন আচরণ

ক্রীড়া প্রতিবেদক

তদন্ত করছে বিসিবি

চার দিন গড়িয়েছে বিপিএল। হ্যাটট্রিক হয়েছে। ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স ম্যাচ ছাড়া হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রতিটিতে। ক্রিকেটপ্রেমীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করার মধ্যেও দেখেছেন তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপার স্টারসের মালিকের বাদানুবাদ। যা এখন বিপিএলের সবচেয়ে আলোচিত ও আলোড়িত বিষয়। বিষয়টি নিয়ে যাতে জলঘোলা না হয়, সেদিকে নজর রাখছে বিসিবি। তবে তদন্ত হচ্ছে তামিম ও ফ্র্যাঞ্চাইজি মালিকের বাদানুবাদের বিষয়টি। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রতিপক্ষ দলের একজন ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিক কিভাবে মুখোমুখি হলেন, সেটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না বিসিবি সভাপতি। কাল মিডিয়ার মুখোমুখিতে এমনটাই জানান।

বিপিএলের দ্বিতীয় দিনের ঘটনা। চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপার স্টারসের ম্যাচের দিন এই ন্যক্কারজনক ঘটনার জম্ম। ম্যাচ শুরুর আগে সিলেটের প্লেয়ার্স তালিকায় দুই ইংলিশ ক্রিকেটার রবি বোপারা ও জসুয়া কবের নাম ছিল না। কিন্তু পরে দেখা যায় তাদের নাম রাখা হয়েছে তালিকায়। এ নিয়ে শুরু বিপত্তির। সিলেটের প্লেয়ার্স তালিকা নিয়ে আপত্তি জানান তামিম। এরপর সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিক আজিজুল ইসলামের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন। ঘটনার জন্য ম্যাচ মাঠে গড়ায় ১ ঘণ্টা ৮ মিনিট পর। টানটান উত্তেজনার ম্যাচটি তামিমরা জিতেন এক রানে। ম্যাচ শেষে তামিম ও সিলেট সুপার স্টারসের ফ্র্যাঞ্চাইজি মৌখিকভাবে অভিযোগ জানান বিসিবিকে। এরপর অবশ্য তামিম লিখিত অভিযোগও জমা দেন। তামিমের লিখিত অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। কাল মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করার পর মিডিয়ার মুখোমুখিতে বিষয়টি নিয়ে কথা বলেন পাপন। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিসিবি সভাপতি, ‘আমার মাথাতে কোনোভাবেই আসছে না, একজন ক্রিকেটারের সঙ্গে প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজি মালিকের কীভাবে সাক্ষাৎ হয়। এটা আকসুর নিয়ম অনুযায়ী হতে পারে না। কোনোভাবেই একজন ক্রিকেটার ও প্রতিপক্ষের ফ্র্যাঞ্চাইজি মালিক মুখোমুখি হতে পারেন না।’

ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি মালিক মুখোমুখি হতে পারেন না নিয়ম মেনে। কিন্তু সোমবার সেটাই হয়েছে এবং মুখোমুখিতে বিরূপ ঘটনার জম্ম হয়েছে। বিসিবি সভাপতির কালকের কথা মনে হয়েছে, বিসিবি এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না। বিসিবি সভাপতি আকারে ইঙ্গিতে তেমনই বলেন, ‘আগের সমস্যাগুলোর সমাধান হয়েছে। এখন আবার নতুন সমস্যার উদ্ভব হয়েছে। সিলেট-চট্টগ্রাম ম্যাচকে আমার কোনো সমস্যাই মনে হয়নি। তবে তামিম অভিযোগ করায় বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে। বাইলজ অনুযায়ী খেলোয়াড় তালিকা দেওয়ার পর সেটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। সম্ভব শুধু প্রতিপক্ষের অধিনায়ক রাজি হলে। তামিম রাজি না হওয়ায় ওখানেই এর শেষ। তবে তামিমের অভিযোগ পাওয়ায় বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে।’

তামিমের লিখিত অভিযোগের পরই তদন্ত শুরু করেছে বিসিবি। ঘটনার সময় উপস্থিতজনদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের বক্তব্য নেওয়ার পরই শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হবে বলেন বিসিবি সভাপতি, ‘তামিমের কাছ থেকে অভিযোগ পাওয়াটা অনাকাক্সিক্ষত। আমরা তদন্ত করছি। অল্প কয়েকদিনের মধ্যেই আমরা তদন্ত রিপোর্ট পেয়ে যাব। যদি প্রমাণিত হয় দোষী, তাহলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

বিসিবি চাইছে না কোনো ধরনের কালির ছাপ পড়ুক বিপিএলের গায়ে। তাই শুরু থেকেই কঠোর তাদের অবস্থান। তারপরও বিপণন ও বিনোদনের বিপিএলে প্রায় প্রতিদিনই ঘটছে নানান ঘটনা। যাতে শঙ্কিত হয়ে পড়ছেন ক্রিকেটপ্রেমীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর