শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বার্সার পুরনো রূপ

ক্রীড়া ডেস্ক

বার্সার পুরনো রূপ

মেসি-সুয়ারেজের গোল উদযাপন। দুজনেই দুটি করে গোল করেছেন রোমার বিপক্ষে -এএফপি

লিওনেল মেসি প্রায় দুই মাস ছিলেন মাঠের বাইরে। এর মধ্যেও বার্সেলোনা ম্যাচ জিতেছে। কখনো নেইমার কখনো সুয়ারেজ কাতালানদের বিজয় পতাকা উড়িয়েছেন। কিন্তু ওরকম করে কে প্রতিপক্ষের সাজানো গোছানো ডিফেন্স লাইন ভেঙে দিয়েছে! মেসি যেমন গত পরশু ন্যু ক্যাম্পে করলেন! কখনো নিজেই গোল করলেন। কখনো সতীর্থদের পায়ে তুলে দিলেন নিশ্চিত গোলের রসদ। ইনজুরি থেকে ফেরার পর পুরনো রূপে ফিরতে লিওনেল মেসির বেশ খানিকটা সময় লাগবে বলে যারা ধারণা করেছিলেন, তাদেরকে ভুল প্রমাণ করলেন আর্জেন্টাইন তারকা। মেসির দুর্দান্ত ফুটবলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দুটি করে গোল করেছেন মেসি এবং সুয়ারেজ। একটি করে গোল করেছেন জেরার্ড পিকে ও আদ্রিয়ানো। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার জয় পেয়েছে পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখও। তারা ৪-০ গোলে হারিয়েছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকসকে। দলের পক্ষে গোল করেছেন ডগলাস কস্তা, লিওয়ান্দোভস্কি, মুলার ও কোম্যান। এ জয়ে ব্যভারিয়ানরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করল এফ গ্রুপ থেকে। এই গ্রুপে বিপদে আছে ইংলিশ ক্লাব আর্সেনাল। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে অলিম্পিয়াকসের বিপক্ষে জিততে হবে তাদের। গত মঙ্গলবার ওয়েঙ্গারের শিষ্যরা সানচেজের ডাবল ও মেসুট অজিলের এক গোলে ৩-০ ব্যবধানে হারিয়েছে ডাইনামো জাগরেবকে। এদিকে ইংলিশ ক্লাব চেলসি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি ক্লাব তেল আবিবকে। দলের পক্ষে গোল করেছেন কাহিল, উইলিয়ান, অস্কার ও জুমা। এ জয়ে চেলসির সামনে সুযোগ এসেছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সামনের ম্যাচে পোর্তোর বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব খেলার সুযোগ পাবে ব্ল–জরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া বেশ বিপদেই আছে। এইচ গ্রুপে রুশ ক্লাব জেনিত এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তারা মঙ্গলবার ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে। ভ্যালেন্সিয়াকে নকআউট পর্ব খেলতে হলে শেষ ম্যাচে বেশ বড় ব্যবধানে হারাতে হবে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে। অবশ্য বেলজিয়ান ক্লাব যদি জেনিতকে হারিয়ে দেয় তবে ভ্যালেন্সিয়া জিতলেও নকআউট পর্ব খেলতে পারবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর