শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রিয়ালের চারের পর শাখতারের তিন

ক্রীড়া ডেস্ক

রিয়ালের চারের পর শাখতারের তিন

ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মডরিচ আর ড্যানিয়েল কারভাহালরা রিয়াল মাদ্রিদকে দুর্দান্ত এক জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই যেন রুদ্রমূর্তি ধারণ করল শাখতার। নিজেদের মাঠে রিয়ালের দৌরাত্ম্যয মোটেও সহ্য হচ্ছিল না তাদের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্সের ডাবল রিয়াল মাদ্রিদের বিজয় সংগীত মুহূর্তেই থামিয়ে দিয়েছিল। আর ডেনটিনহো যোগ করেছিলেন নতুন মাত্রা। রুদ্ধশ্বাস ড্র নাকি পরাজয়! এ পরিস্থিতির মধ্য দিয়েই বুধবার রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে ইউক্রেনিয়ান ক্লাব শাখতারকে হারিয়ে এ গ্রুপে শীর্ষস্থান দখলে রেখেছে। রোনালদোর ডাবল আর মডরিচ ও কারভাহালের একটি করে গোলে এ রুদ্ধশ্বাস জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ গ্রুপের অন্য ম্যাচে সুইডিশ প্রতিপক্ষ ম্যালমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। জ্লাতান ইব্রাহিমোভিচ নিজের অতীত ক্লাবের বিপক্ষে একটা গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া দুটি গোল করেছেন পিএসজির পক্ষে।

এদিকে ডি গ্রুপে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে জুভেন্টাস। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন জার্মান তারকা মারিও মানজুকিচ। এ পরাজয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে যাওয়ার সুযোগ অনেকটাই কমে গেল ম্যানসিটির। ডি গ্রুপে খেলছিল স্প্যানিশ ক্লাব সেভিয়াও। গতবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা এবার নকআউট তো বটেই এমনকি ইউরোপা লিগে খেলার যোগ্যতাও অর্জন করতে পারছে না। বুধবার সেভিয়াকে ৪-২ গোলে হারিয়ে বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ তিন নম্বর স্থান দখল করেছে। অবশ্য জার্মানরাও নকআউট পর্বে যেতে পারছে না। সি গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। আস্তানার সঙ্গে তারা ২-২ গোলে ড্র করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে তুর্কি ক্লাব গ্যালাটাসারিকে হারিয়েও শীর্ষস্থান দখল করতে পারেনি। অবশ্য শেষ ম্যাচে বেনফিকাকে হারাতে পারলে অ্যাটলেটিকোই শীর্ষে পৌঁছে যাবে। এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য নকআউট পর্বে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। বুধবার তারা ডাচ ক্লাব পিএসভির সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

সর্বশেষ খবর