শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেষ চারে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

শেষ চারে ম্যানসিটি

আরও একবার কি তবে ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে তারা!

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। কেবল ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, ক্যাপিটাল ওয়ান কাপেও ম্যানসিটি ছুটে চলেছে শিরোপার লক্ষ্যে। মঙ্গলবার তারা ইত্তিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে হাল সিটিকে। দলের পক্ষে দুটি গোল করেছেন বেলজিয়ান তারকা কেভিন দা ব্রুইন। এছাড়াও একটি করে গোল করেছেন উইলফ্রেড বনি ও কেলেচি ইহেনাচো।  এ জয়ে ২০১৪ সালের পর আরও একবার ক্যাপিটাল ওয়ান কাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। আরও একবার কি তবে ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে তারা! মানসিনির বিদায়ের পর ম্যানুয়েল পেল্লেগ্রিনি বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন ম্যানচেস্টার সিটিকে। এদিকে ক্যাপিটাল ওয়ান কাপের শেষ চারে পৌঁছে গেছে এভারটন এবং স্টোক সিটিও। মিডলবারাকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। জেরার্ড ডেলফো এবং রোমেলু লুকোকোর গোলে জয় পেয়েছে এভারটন। শেফিল্ডের বিপক্ষে স্টোকসিটিকে ২-০ গোলের জয় উপহার দিয়েছেন অ্যাফেলি এবং বার্ডসলি। দুজনেই একটি করে গোল করেছেন। গতকাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে সাউদ্যাম্পটন-লিভারপুল। ম্যানসিটি ছাড়া ক্যাপিটাল ওয়ান কাপে সম্ভবত ফেবারিটের তালিকায় থাকছে লিভারপুলও! তবে সেমিফাইনালেই দেখা হতে পারে ম্যানসিটি-লিভারপুলের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর