বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রোনালদোর রেকর্ড, রিয়ালেরও

ম্যানইউর বিদায়

ক্রীড়া ডেস্ক

রোনালদোর রেকর্ড, রিয়ালেরও

হ্যাটিট্রিকসহ চার গোল রোনালদোর —এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকেই ছাড়িয়ে গেলেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ১১ গোল করে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ তারকা। আগের রেকর্ডটা রোনালদো ভাগাভাগি করে নিয়েছিলেন আদ্রিয়ানোর সঙ্গে। দুজনেই গ্রুপ পর্বে ৯টি করে গোল করেছিলেন। ২০১৩-১৪ মৌসুমে রোনালদো এবং আদ্রিয়ানো এই রেকর্ড গড়েছিলেন। দুই মৌসুম পর রেকর্ডটা আবারও নিজের করে নিলেন রোনালদো। মঙ্গলবার রোনালদোর অসাধারণ ফুটবলে একটা রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদও। লস ব্ল্যাঙ্কোসরা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে সুইডিশ ক্লাব ম্যালমোকে। রোনালদো করেছেন চার গোল। হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা করিম বেনজেমাও। একটা গোল করেছেন কভাচিচ। এ দূরন্ত জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিভারপুলের রেকর্ডটা স্পর্শ করল রিয়াল মাদ্রিদ। ২০০৭ সালের নভেম্বরে রাফায়েল বেনিতেজের লিভারপুল বেসিকতাসকে ৮-০ গোলে হারিয়েছিল। গ্রুপ পর্বে এটাই সর্বোচ্চ ব্যবধানের জয়। কাকতালীয় হলেও সত্যি রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদই রেকর্ডটা স্পর্শ করল। এদিকে মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে সি গ্রুপে শীর্ষস্থান দখল করেছে। হেরেও অবশ্য বেনফিকা নকআউট পর্ব নিশ্চিত করেছে। তুর্কি ক্লাব গ্যালাটাসারি ১-১ গোলে ড্র করে ইউরোপা লিগে স্থান করে নিয়েছে। বি গ্রুপ থেকে বিদায় নিয়েছে ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার তারা ২-১ গোলে হেরে গেছে জার্মান ক্লাব উলফসবার্গের কাছে। জার্মানরা এ জয়ে বি গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করল। অবশ্য ম্যানইউ ইউরোপা লিগে স্থান পেয়েছে। এ গ্রুপ থেকে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গী হয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। তারা মঙ্গলবার ২-০ গোলে হারিয়েছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতারকে। ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তারা মঙ্গলবার ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখকে। ডি গ্রুপ থেকে নকআউট পর্বে ম্যানসিটির সঙ্গী হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। অবশ্য গত ম্যাচে তারা স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে। সেভিয়া এ জয়ে ইউরোপা লিগে স্থান করে নিয়েছে।

সর্বশেষ খবর